Dysphagia Therapy

(Bengali) Dysphagia Swallowing Exercise – Chin Tuck Against Resistance with Rubber Ball খাবার গলধকরনজনিত সমস্যার থেরাপি- রাবার বলের মাধ্যমে সি টি এ আর থেরাপি

GDM would like to thank Mr Abul for his help in translation and presentation of the Bengali Version of the CTAR video.

This Korean translated CTAR video and blog post are initiative of the Global Dysphagia Movement (GDM).

উল্লেখিত সি টি এ আর ব্যায়ামের নির্দেশাবলী আপনি ডাউনলোড করতে হলে পৃষ্ঠার নিচে চলে যেতে হবে । থেরাপিস্টরা কিউ আর কোড ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট করে নিতে পারেন যদি আপনার রুগীকে এই ইউটিঊব ভিডিওটি দেখাতে চান ।

রাবার বলের মাধ্যমে সি টি এ আর থেরাপি

উদ্দেশ্যঃ

সুপ্রাহাইওয়েড মাংসপেশির শক্তিবৃদ্ধির জন্য এবং সুপ্রাহাইওয়েড মাংসপেশির শক্তিবৃদ্ধির মাধ্যমে খাদ্যনালির উপরিভাগের মধ্যদিয়ে খাবার পাকস্থলীর মধ্যে যেতে সাহায্য করে

যন্ত্রপাতিঃ 

সি টি আর এর জন্য জিনিসপত্রঃ  

রাবারের বল , বল পাম্প দেওয়ার ভাল্ব (ঐচ্ছিক) – হস্তচালিত পাম্প (ঐচ্ছিক); বলের পরিধি কমানো বাড়ানোর জন্য

নির্দেশাবলীঃ

অংশ ১ঃ সাস্টেইন সি টি আরঃ

১। সোজা হয়ে বসা বা দাঁড়ানো অবস্থায় কাঁধটাকে শরীরের পিছনের দিকে তুলে ধরতে হবে এভাবে সঠিক দেহভঙ্গি নিয়ন্ত্রণ করতে হবে

২। থুতনির নিচে বলটি  হাত দিয়ে ধরে রাখতে হবে

৩। থুতনির নিচে বলটি রাখার পর থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী থুতনিকে বলের বিপরীতে চাপ দিয়ে ধরে রাখতে হবে ___ সেকেন্ডের জন্য যতটুকু পর্যন্ত শক্তি প্রয়োগ করা যায়

৪। থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী __ বার করতে হবে

৫। প্রত্যেকবার ব্যায়াম করার মাঝখানে ১ মিনিট করে বিশ্রাম নিতে হবে

অংশ ২ঃ রিপিটিটিভ সি টি আরঃ

১। সোজা হয়ে বসা বা দাঁড়ানো অবস্থায় কাঁধটাকে শরীরের পিছনের দিকে তুলে ধরতে হবে এভাবে সঠিক দেহভঙ্গি নিয়ন্ত্রণ করতে হবে

২। থুতনির নিচে বলটি  হাত দিয়ে ধরে রাখতে হবে

৩। থুতনির নিচে বলটি রাখার পর থেরাপিস্টের পরামর্শ অনুযায়ী থুতনিকে বলের বিপরীতে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং উপরের দিকে থুতনি উঠানো লাগবে

৪। রিপিটিটিভ সি টি এ আর এর ক্ষেত্রে কতবার  পুনরাবৃত্তি করতে হবে এবং কতসময়  করতে তা একমাত্র একজন গ্রাজুয়েট স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নির্ধারণ করবেন

৫। প্রত্যেকবার ব্যায়াম করার মাঝখানে ১ মিনিট করে বিশ্রাম নিতে হবে

ইউটিউব ভিডিওর জন্য-

– আপনার ফোনের ক্যামেরা দিয়ে কিউ আর কোড স্ক্যান করুন

– ইউটিউব লিঙ্ক  https://youtu.be/Z-kmMnjsNd4

অনুবাদক

আবুল কাশেম সিহাব

স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট

CTAR with Rubber Ball Exercise videos are available in the following languages:

* Click to view CTAR videos in the following languages.

Chin Tuck Against Resistance (CTAR) exercise is suitable for most patients with swallowing difficulties / dysphagia i.e.

  • dysphagia or swallowing difficulties following strokes,
  • dysphagia following head and neck cancer,
  • dysphagia following Parkinson’s disease,
  • dysphagia due to late effect of radiotherapy i.e. Nasopharyngeal cancer
  • etc.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s